magura

বিডি নীয়ালা নিউজ (০৯ই সেপ্টেম্বর ২০১৬), নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের ভিজিএফের ৬৪বস্তা চাল এক বাড়ীতে থেকে উদ্ধার করেছেন থানা পুলিশ।
জানা গেছে গতকাল বিকাল ৫টায় মাগুড়া ইউনিয়নের ভিজিএফের ৬৪বস্তা চাল মাগুড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত দছো মামুদের ছেলে মেনাল হোসেন বাড়ী থেকে উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ক্রেতা মেনাল হোসেন বাড়ীতে তালা লাগিয়ে পালিয়ে যান। এবং চালের ছিলিপ সহ দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন বালাপাড়া গ্রামের মৃত বাচান আলীর ছেলে আবু তালেব (২৮) এবং একই ই্উনিয়নের খামাত পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে বাদল রহমান (২২) তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে এসিল্যান্ড উত্তম কুমার দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ভিজিএফের চাল গুলো থানায় নিয়ে যান। আটককৃত জানান এসব স্লিপ এর চাল ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কাওছার জামান লিমনের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এ ব্যাপারে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা মাগুড়া ইউনিয়ন পরিষদে ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে