মোঃ আব্দুল মান্নান, কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে বৃটিশ কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত Platforms for Dialogue (P4D) প্রকল্পের আওতায় জনপ্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতামূলক কর্মকান্ডের বিষয়ে প্রশিক্ষনের পাশাপাশি মাঠ পর্যায়ে সুশীল সমাজ ও তৃণমুল সংগঠনের কর্মকর্তাদেরও জবাবদিহিতামূলক কর্মকান্ডে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা ও সরকারের জবাবদিহিতামূলক কর্মকান্ডের বিষয়ে সুশীল সমাজের সঙ্গে অধিকতর মিথস্ক্রিয়ার সুযোগ সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাহাগিলী ও গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হাবুল) এবং স্থানীয় এনজিও, ভিডিও এর সত্বাধিকারী মোঃ রবিউল হাসান রতন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আলোচনা শেষে গাড়াগ্রাম শ্রমকল্যান পাবলিক পাঠাগার ও মাগুড়া স্বাধীন বাংলা ক্রীড়া চক্রের সাথে P4D প্রকল্পের কার্যক্রমের উপর চুক্তি স্বাক্ষরিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মেরিনা উম্মে জাহান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে