7

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের কামারখন্দে মন্ডপে মন্ডপে ভক্তদের প্রার্থনায় স্বরস্বতী পূজা পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে মোট ২৫টি মন্ডপে স্বরস্বতী পূজা পালন করা হয়েছে। স্বরস্বতী বিদ্যার দেবী, স্বরস্বতী দেবীর গায়ের রং শুভ্র, তার সেতু পদ্মে আসিনা, সাদা সত্ত্ব গুণের প্রতীক তাই তিনি বিদ্যার্থীদের বিভিন্ন গুণ। যেমন, রজ ও তম গুণকে ত্যাগ করে সত্ত্ব গুণের পথ দেখান, আবার সাদা শান্তির প্রতীক। এই বিশ্বে হানাহানি, অত্যাচার, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বিদ্যমান। জ্ঞানজ্ঞতিময়, তাই জ্ঞানের দেবী ও জ্ঞতিময় ঋকবেদে দেবী স্বরস্বতীকে নদী রুপে বর্ণনা করা হয়েছে। স্কন্দপুরাণেও তাকে দেবী রুপে বর্ণনা করা আছে। আবার এই নদীর তীরেই বেদের সামগায়কেরা বেদ ধ্যানে পেয়েছেন। এগুলো গানের সুরে আবৃতি করেছেন তাই দেবীর এক হস্তে বীণা, বেদ লেখার সামগ্রীও তার হস্তে। দেবীভাগবত পুরাণ অনুযায়ী দেবী স্বরস্বতী দেবী মহামায়ার তৃতীয় অংশজাত। তিনি অষ্টপুজা কার্মুক, চক্রশংখবান প্রভৃতি তার হস্তে। শ্রী শ্রী চন্ডিতে শুম্ভ নিশুম্ভ বধের সময় তার মহাস্বরস্বতী রুপ কল্পিত হয়েছে সেখানে তাঁর সংহাররুপী রুপ থাকলেও তাঁর উজ্জলময়ী রুপ কিন্তু হারিয়ে যায়নি। শুম্ভ নিশুম্ভ বধের পূর্বে তিনি তাদের ব্রহ্মজ্ঞান প্রদান করেন। গরুর পুরাণে তিনি অষ্টবিধা সেখানে মেধা, বাক, ধৃতি জ্ঞান প্রকৃতির অধিষ্ঠাত্রী তিনি। তার দেহে অং থেকে ক্ষং পর্যন্ত ৫১ টি বর্ণ বিদ্যমান। তন্ত্র মতে, তার অনেক নাম। যেমন মহাশ্বেতা, বেদমাতা, ভারতী, সারদা, বহ্মপতœী, নামেও খ্যাত। তার আরেক নাম বাগেশ্বরী তবে তিনি স্বরস্বতী নামেই বেশী পরিচিত। দেবীর এই মহামহিমাময় রুপের কারণে শিক্ষার্থীরা প্রতিবছর ভক্তিভরে জ্ঞান লাভের আশায় স্বরস্বতী দেবীর পূজা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে