_91414849_gsf2016kiara

আন্তর্জাতিক ডেস্কঃ মাটি যাতে পানি ধরে রাখতে পারে তার জন্য কমলালেবুর খোসা ব্যবহার করে শোষণে সক্ষম পদার্থ উদ্ভাবন করেছেন দক্ষিণ আফ্রিকার স্কুল ছাত্রী কিয়ারা নিরঘিন। এবং গুগুলের বিজ্ঞান মেলায় এর জন্য পুরস্কার জিতেছেন তিনি।

১৬ বছরের মিস নিরঘিন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের হারিয়ে ৫০ হাজার ডলারের এই বৃত্তি পুরস্কার জিতে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক খরার পটভূমিতে মিস নিরঘিন তার প্রকল্প তুলে ধরেন “খরা মোকাবেলায় ফল” এই নাম দিয়ে।

১৯৮২ সালের পর সবচেয়ে ভয়াবহ খরার শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকা – খরায় শস্যের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে- বহু পশুপাখি মারা গেছে।

জোহানেসবার্গের স্কুল ছাত্রী ৪৫ দিন ধরে তিনবার পরীক্ষা চালানোর পর কমলালেবুর খোসার সঠিক মিশ্রণ তৈরি করতে পেরেছেন যা কৃত্রিম পলিমার দিয়ে তৈরি শোষণে-সক্ষম পদার্থের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে।

কিয়ারা বলেছেন ফলের রস প্রস্তুতকারক শিল্প থেকে ফেলে দেওয়া বর্জ্য ব্যবহার করে তিনি এই পদার্থটি তৈরি করেছেন।

 

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে