biman

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)- কক্সবাজার প্রতিবেদনঃ  কক্সবাজারে একটি বেসরকারি পরিবহন সংস্থার কার্গো বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানিয়েছেন ওই কার্গো বিমানে থাকা চারজন আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, একজন আহত।

বাকী দু’জন নিখোঁজ রয়েছেন।

এই বিমানের চারজন আরোহীই রাশিয়ার নাগরিক বলে জানাচ্ছে পুলিশ।

জানা গেছে সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে থেকে উড়ার কয়েক মিনিট পর চারজন আরোহীসহ ওই কার্গো বিমানটি সমুদ্রের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।

সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসসহ কোস্ট গার্ডের নৌযান উদ্ধার কাজ শুরু করে বলে জানান মি: হোসেন।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিমানের নিখোঁজ দুজনের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে