সাম্প্রতিক সংবাদ

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

অ্যালেক্স হেলসের ১৭১ রানে ভর করেই রেকর্ড গড়লো ইংল্যান্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ইংল্যান্ডের।

পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করে ইংল্যান্ড টপকে গেল শ্রীলঙ্কার করা ৪৪৩ রানের রেকর্ড।

২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই রেকর্ড করেছিলো শ্রীলঙ্কা।

এবার ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়ার নায়ক হলেন ওপেনার অ্যালেক্স হেলস।

তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৭১ রান করেছেন মাত্র ১২২ বল খেলে।

দর্শকদের একাংশ

জস বাটলার ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতক করেছেন মাত্র ২২ বল খেলে।

ব্যাটে ঝড় তুলেছিলেন ওয়েন মরগান নিজেও।

ইংল্যান্ডের বিশাল রানের পাহাড়ের বিপরীতে পাকিস্তান সব উইকেটের বিনিময়ে ২৭৫ রান তুলতে সমর্থ হয়।

ফলে পাকিস্তান ম্যাচটি হেরেছে ১৬৯ রানে- একইসাথে সিরিজও হারলো সফরকারীরা।

২৭ বলে ৫৭ রান করেছেন মরগান

টেন্টব্রিজে এটি ছিলো সিরিজের তৃতীয় ওয়ানডে।

ফলে দু ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো ইংল্যান্ড।

ক্রীড়া বিশ্লেষক মিহির বোস বলছেন, পাকিস্তান খুব ভালো খেলেনি এ ম্যাচে। অ্যালেক্স হেলস কয়েকবার আউট করলেন কিন্তু দেখা গেলো সেগুলো নো বোল।

তিনি বলেন পাকিস্তানের বোলিং ফিল্ডিং কিছুই ভালো হয়নি আর তাদের দেখে মনেই হয়েছে তারা খুব ক্লান্ত।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com