বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী ১৬) নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি): আজ ১৫ ফেব্র“য়ারী সামাজিক উন্নয়ন সংস্থা ওমর সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্দনাইশ ছাত্র সমিতিকে আগামী ২১ ফেব্র“য়ারী হতে ২৮ ফেব্র“য়ারীর ৮ দিনব্যাপি “আমাদের চন্দনাইশ, আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মাদক, যৌতুক ও সন্ত্রাস বিরোধী সাইকেল যাত্রা এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানের স্বেচ্ছাসেবকদের জন্য টি শার্ট হস্তান্তর অনুষ্ঠান ফাউন্ডেশনের পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক সিরাজুল ইসলাম, শহীদুল আলী মঞ্জু, মিসবাহ উদ্দিন খান ভুট্টো, চন্দনাইশ ছাত্র সমিতির সভাপতি নোমান উল্লাহ বাহার, আল্লামা ফখর উদ্দীন (রাহ.) ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাদ উদ্দীন, চন্দনাইশ ছাত্র সমিতির সদস্য জোবাইর মোহাম্মদ আবীর প্রমুখ। প্রধান অতিথি মফিজুর রহমান সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য ওমর সুলতান ফাউন্ডেশন এবং আয়োজক চন্দনাইশ ছাত্র সমিতিকে ধন্যবাদ জানান।





