সাম্প্রতিক সংবাদ

এশিয়া কাপের সময়সূচি, সব খেলা মিরপুরে

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসরের মূলপর্ব। এবারের আয়োজন হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। চলবে ৬ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে খেলবে বাছাইপর্বের সেরা দল সংযুক্ত আরব আমিরাত। লীগ পর্বে পাঁচটি দল একবার করে প্রত্যেকের মুখোমুখি হবে। লীগ পর্বের সেরা দুই দল খেলবে তিন মার্চের ফাইনালে।

ভারতের মোবাইল ফোন কোম্পানি মাইক্রোম্যক্স এবারের আসরের অফিসিয়াল স্পন্সর। খেলা সম্প্রচার করবে স্টার স্পোটর্স নেটওয়ার্ক। বাংলাদেশে বিটিবি ও গাজী(জিটিভি) টিভি, মাছরাঙ্গা টিভি সরাসরি খেলা দেখাবে।

সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায়। টিকেট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের বিভিন্ন শাখায়। এছাড়া অনলাইন ও ইউসিবি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও টিকেট কাটা যাবে।

খেলার সময়সূচি:-

Asia-Cup-2016-Fixture

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com