Early+iPhone+6S+owners+reporting+burning+hot+Touch+ID+buttons

বিডি নীয়ালা নিউজ(২৬ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ আইফোনের লক খুলে না দেয়ার অবস্থানেই রয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই অ্যাপল এর সাহায্য চেয়ে যে আদালতে আবেদন করেছিল।

এখন সেই আবেদনের বিরুদ্ধে আদালতে গেলো অ্যাপল।

আদালতে আবেদনে কোম্পানিটি বলেছে, এফবিআই বিপজ্জনক এক ক্ষমতা হাতে পেতে চাইছে।

অ্যাপল উল্লেখ করেছে, এফবিআই যদি এই ধরণের চেষ্টা করে তাহলে সেটি হবে সংবিধান বিরোধী কাজ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়াতে গত ডিসেম্বরে ১৪জনকে হত্যার ঘটনায় জড়িতরা যে আইফোন ব্যবহার করেছে,সেই আইফোনের লক খোলা গেলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানা সম্ভব হবে।এমনটাই দাবি করেছে এফবিআই।

অবশ্য অ্যাপল এর ভিন্ন অবস্থানের মুখে এফবিআই-এর ডিরেক্টর জেমস কোমেই বলেছেন, আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির সমাধান করা সম্ভব।

কিন্তু এফবিআইয়ের বক্তব্যের কড়া সমালোচনা করেছে অ্যাপল।

এই সমোলোচনার জবাবে এফবিআই এবং হোয়াইট হাউস জানিয়েছে, তারা কেবল একটি ফোনের লক খুলে দেয়ার জন্য আবেদন করেছে।

এদিকে অ্যাপল এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, সার্চ ওয়ারেন্ট কার্যকর করার জন্য অ্যাপল যেনো সাহায্য করে সেই মর্মেই আবেদন করেছে এফবিআই।

সৈয়দ রেজওয়ান ফারুক তার স্ত্রী তাসফিন মালিককে নিয়ে গত ডিসেম্বরে সান বার্নাদিনোয় গুলি চালিয়ে ১৪জনকে হত্যা করেন।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে