বিডি নীয়ালা নিউজ(৯ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ ‘বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নত মানের পণ্য রপ্তানি করতে আগ্রহী’, বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার (৮ই এপ্রিল ) মনিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং -এর সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,সেখানে বাংলাদেশের তৈরি ফার্নিচার, পোশাক, ওষুধ, মাছসহ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।
মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সকল পণ্যে রপ্তানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। তবে কিছু ক্ষেত্রে কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) আরোপের কারণে আশানুরুপ পণ্য রপ্তানি হচ্ছে না। আশা করা হচ্ছে উভয় দেশের আলোচনার মাধ্যমে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরি উন্নতমানের পণ্য কম খরচে আমদানি করতে পারবে।
মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে মনিপুর চেম্বার এবং বাংলাদেশের এফবিসিসিআই এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
এ সময় মনিপুর রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোভিনদাস কনথোজাম, মনিপুর চেম্বারের কর্মকর্তা এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সফররত বাংলাদেশের এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমাদসহ প্রতিনিধি দলের সমস্যরা উপস্থিত ছিলেন।





