d8ee591c68fca7f3b9ee29bdabc06ff0-57d796b7850bc
বিডি নীয়ালা নিউজ( ১৩ই সেপ্টেম্বর, ২০১৬ইং)- ডেস্ক রিপোর্টঃ ঈদের শুভেচ্ছায় দেশবাসীকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিন মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তারা শান্তির ধর্ম ইসলামকে হেয় করতে চায়। যতই ষড়যন্ত্র হোক দেশের অগ্রগতি কেউই থামাতে পারবে না। দেশ এগিয়ে যাবেই।’

সরকার প্রধান আরও বলেন, ‘জঙ্গিবাদ একটি বিশ্বজনীন সমস্যা, বাংলাদেশের একক সমস্যা নয় এটি। গোটা বিশ্বে এখন এ সমস্যা দেখা দিয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে যাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সেখানে দেশ ও জনগণের কথা তুলে ধরব।’

গাজীপুরে টাম্পাকো ফয়লস লিমিটেডের কারখানায় বিস্ফোরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব কারখানায় দাহ্য পদার্থ ব্যবহার করা হয় সেসব কারখানা মালিক ও সংশ্লিষ্টদের সাবধান হতে হবে। এটা শিল্পের স্বার্থে এবং নিজের স্বার্থে করতে হবে।’ এসময় বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ৯টা থেকে গণভবনে রাজনীতিক, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

বা/ ট্রি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে