dmp-nirapotta

বিডি নীয়ালা নিউজ (১১ই সেপ্টেম্বর ২০১৬)- ডেস্ক রিপোর্টঃ ঈদে অনেকেই গ্রামে গেছেন। এতে অনেকটা ফাঁকা হয়ে গেছে ঢাকা। ফাঁকা বাড়ি, ফ্ল্যাট আর সড়ক সন্ত্রাসীদের জন্য যাতে বাড়তি সুযোগ না হয় এ জন্য রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

ডিএমপি বলছে, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছেন তারা। রয়েছেন তৎপর।

পাশাপাশি নিজস্ব উদ্যোগে রাজধানীর পাড়া মহল্লাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে।

রাজধানীর লালবাগ এলাকা। প্রস্তুতি শেষে সারি বেঁধে টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। মাঝে মাঝে দাঁড়িয়ে দেখে নিচ্ছেন বিভিন্ন বাড়ির আশেপাশের অবস্থা। এই দৃশ্য আজিমপুর, ধানমন্ডি, মিরপুরসহ রাজধানীর প্রায় প্রতিটি পাড়া মহল্লার।

পাশাপাশি বাড়ির মালিকরাও সম্পন্ন করেছেন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কাজ। এদিকে ঈদে ফাকা ঢাকার নিরাপত্তা জোরদার করতে নিজস্বভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

ডিএমপি বলছে, ঈদে নগরবাসীর সব ধরনের সহায়তা দিতে তৎপর আছেন তারা। সবাই সতর্ক থাকলে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব বলে মনে করেন ডিএমপি।

 

স/ ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে