সাম্প্রতিক সংবাদ

আলেপ্পোয় বর্বরতা চালাচ্ছে রাশিয়া : যুক্তরাষ্ট্রের অভিযোগ

2016-09-26_3_347652

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়ার বোমা হামলাকে ‘বর্বরতা’ বলে অভিযোগ করেছেন।রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে তিনি বলেন, সিরিয়ায় অভিযান নিয়ে রাশিয়া নিরাপত্তা পরিষদকে নির্জলা মিথ্যা তথ্য দিয়েছে।
আলেপ্পোয় রুশ ও সিরীয় বাহিনীর নতুন করে হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে।
রাশিয়ার দূত ভিতালি চুরকিন আলেপ্পোয় হামলায় রাশিয়ার বাহিনী জড়িত কিনা তা উল্লেখ করেননি। তিনি বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা এখন প্রায় অসম্ভব একটি কাজ।
রুশ রাষ্ট্রদূতের অভিযোগ, বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি ধূলিসাৎ করেছে।
সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দি চিলড্রেন মানবিক কর্মীদের উদ্ধৃতি দিয়ে রোববার জানায়, বোমা হামলায় নিহতদের অর্ধেকই শিশু।
সামান্থা পাওয়ার বলেন, এই দুর্দশা বন্ধে রাশিয়ার অনেক ক্ষমতা ছিল। তিনি বলেন, শান্তির পরিবর্তে রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যুদ্ধ করছেন। তারা ত্রাণবাহী গাড়িবহরে, হাসপাতালে ও জীবন বাঁচাতে এগিয়ে যাওয়া ব্যক্তিদের ওপর বোমা ফেলছে।
আলেপ্পোয় রাশিয়া যা করছে, তাকে ‘বর্বরতা’ আখ্যা দেন সামান্থা পাওয়ার। রাশিয়াকে থামানোর জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
আলেপ্পোর দখল নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। সেখানে মুহুর্মুহু বিমান হামলা হচ্ছে। বিমান হামলায় বাংকার ধ্বংসকারী এবং আগুন সৃষ্টিকারী গোলা ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে শঙ্কিত জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
রাশিয়ার ভাষ্য, আলেপ্পো থেকে সন্ত্রাসীদের উৎখাত করার চেষ্টা করছে রুশ ও সিরীয় বাহিনী।

 

বি/এস/এস/এন

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com