citycell_logo_

বিডি নীয়ালা নিউজ(৩০ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ প্যাসিফিক বাংলাদেশ টেলিকম-সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা দুই মাসে দুই কিস্তিতে পরিশোধ করতে বলেছেন আপিল বিভাগ।

প্রথম এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী এক মাসের মধ্যে এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সাথে ১৭ সেপ্টেম্বর থেকে প্রতিদিনের ১৮ লাখ টাকা দিতে বলেছেন আদালত।

বিটিআরসির পক্ষের আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানিয়েছেন, টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে, তবে পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি।

১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে বিটিআরসির আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আপিল বিভাগ।

 

 

 

CHANEL/I

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে