সাম্প্রতিক সংবাদ

‘আমাকে মেরে ফেলতে ষড়যন্ত্র হয়েছিলো’

ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ-হাসিনা

ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ-হাসিনা

বিডি নীয়ালা নিউজ(২১ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্টের মতো আর ঘটনা যেন না ঘটে সেটাই আমরা চাই। তিনি বলেন, কোটালীপাড়ায়ও আমাকে মেরে ফেলতে ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু ভাগ্যিস এক চা দোকানির কারণে এ বোমা থেকে বেঁচে যাই।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২১ আগস্টের দিন সমাবেশের আশপাশে পুলিশের কোনো তৎপড়তা দেখা যায়নি। কোনো নিরাপত্তাবলয় ছিলো না।

এর আগে বিকেল ৪টার দিকে তিনি নিহতদের স্মরণে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা দিবেদন করেন। এ সময় নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ট্রাকের উপর জয় বাংলা বলে শেষ করে হাত থেকে মাইক্রোফোন রাখার পর পরই গ্রেনেড মারা শুরু হয়ে যায়। একটার পর একটা মারতেই থাকে।

 

 

 

 

 

bd24live

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com