আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে সেনা ও পুলিশের যৌথ এক চেক পয়েন্টে তালেবান হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য।  এসময় আহত হয়েছে আরও চার সেনাসদস্য।

সোমবার সকালে গজনীতে তালেবানের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী জানান, সেনা ও পুলিশে চৌকিতে তালেবান হামলায় আফগান সামরিক বাহিনী ও পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ছয় তালেবান সদস্যও নিহত হয়।  এছাড়া ১০ তালেবান সদস্য আহত হয়েছে।

জঙ্গি গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গত অক্টোবরে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে