asaduzzaman-khan-kamal_129722

বিডি নীয়ালা নিউজ(৩১ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো যোগাযোগ (লিংক) নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি বর্সিনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মানবাধিকার নিয়ে বৈঠক করেন।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানিয়েছি, কীভাবে আমরা কাউন্টার টেরোরিজম মোকাবেলা করছি। আমরা তাদের বলেছি, এন্টি টেরোরিজম ইউনিট করেছি, সাইবার ক্রাইম ইউনিট করেছি’।

‘যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে তা শেয়ার করতে বলেছি। প্রশিক্ষণে সহযোগিতা করতে বলেছি’।

তিনি বলেন, ‘সন্ত্রাস মোকাবিলায় আমরা কমিউনিটি পুলিশ বেইজে ব্যবস্থা নিচ্ছি। ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় সব ধর্মের নেতাদের সমন্বয় করে তাদের এক সঙ্গে সন্ত্রাস মোকাবেলা করছি, সেকথা বলেছি’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে