ataul-ghani

জান তুমি তা কী

আতাউল গণি উসমানি
————————–
খুব যে ভালবাসি তোমায় জান তুমি তা কী
নয় ছলনা লোক দেখানো নয়তো তাহা মেকি।
আমার একলা ফাকাঁ ঘর
যেথায় বসে যে আসর
তোমায় নিয়ে কাব্য লেখা আর ছবি আকা আকি।

খুব যে তোমায় ভালবাসি জান তুমি তা কী
ছায়ার মতো চুপটি করে আড়াল থেকে দেখি।
আমার লাগে ভীষণ সুখ
বুক করে যে ধুকবুক।
সামনে এসে দাড়াও যখন হেরি অরুপ আখি।

খুব যে তোমায় ভালবাসি জান তুমি তা কী
আমার সকল স্বপ্ন ছোটে তোমার পানেই সখি।
আমার মনের গহিন কোনে
তোমার চরন ধ্বনি শুনে
হাজারো ইচ্ছে চুপিসারে শুধু করে আকি বুকি।

খুব যে তোমায় ভালবাসি জান তুমি তা কী
সকল ভাবনা উড়াল মারে তোমার পানে ওকি!
যখন ভীষণ একলা লাগে
বুকে দারুণ তৃষা জাগে
শুধু তোমার মুখটি ভাসে চোখেতে মোর একি!

খুব যে তোমায় ভালোবাসি জান তুমি তা কী
তুমি মিস্টি হেসে তাকাবে বলে অধীর হয়ে থাকি।
তোমার লজ্জায় রাঙ্গা মুখ
দেখে ওই আনত দুই চোখ
মনেরই কুঞ্জবনে ওঠে পিউ পাপিয়া ডাকি।

খুব যে তোমায় ভালবাসি জান তুমি তা কী
সবকিছু মম সাজাই আমি তোমায় মনে রাখি।
আমি অনেক রকম করে
নিজেকে ভাঙ্গী বারে বারে
তোমার মনের মত হতে রাত্রি দিন একাকী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে