সাম্প্রতিক সংবাদ

আইসক্রীম চোরের তথ্য দিলেই অর্থ পুরষ্কার

_today_in_video_promo_pic_icecream

বিডি নীয়ালা নিউজ( ১৪ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ  আইসক্রিম চোরদের আটকের জন্য তথ্য দিলে পুরষ্কার দেয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের ধনকুবের জন ক্যাটসিমাটিডিস।

গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এ কোটিপতি একসময় মেয়র পদে নির্বাচনও করেছিলেন।

তার ঘোষণা অনুযায়ী দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে পাঁচ হাজার ডলার পুরষ্কার দেবন তিনি।

মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন চোরেরা বড় ধরণের দোকান থেকে আইসক্রিমের কার্টুন চুরি করে ছোট ছোট দোকান গুলোতে বিক্রি করে।

পত্রিকাটি বলছে পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে আর আটক করেছে অন্তত ১৩০ চোরকে।

মিস্টার ক্যাটসিমাটিডিস বলছেন আসলে বোডেগাস নামে পরিচিত ছোট দোকানগুলোই আসলে চোরগুলোকে উৎসাহিত করে আইসক্রিম চুরি করতে।

ম্যানহাটনের কাছে নিজের দোকানে আইসক্রিম চুরির ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও থেকে তাদের ধরা গেছে।

“সেখানে একজন পুরুষ ও নারীকে ৬০টি কাপ আইসক্রিম ব্যাগে ভরে দোকান থেকে দৌড় দিয়েছিলো”।

সিটি কর্মকর্তারা বলছেন চুরি করা আইসক্রিমকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এখন দেখা যাক স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য আর মিস্টার ক্যাটসিমাটিডিসের পুরষ্কার আইসক্রিম চুরি কমাতে পারেনা।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com