golam_oli

বিডি নীয়ালা নিউজ(২১জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ রাজনীতি থেকে সঙ্গীতকে দূরে রাখাই মঙ্গলজনক বলে মনে করেন পাকিস্তানের গজল সম্রাট গুলাম আলি। তার মতে,  কখনওই একজন শিল্পীকে রাজনীতির সঙ্গে  মিশিয়ে ফেলা ঠিক নয়। সংবাদ সংস্থা আইএএনএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলি বলেন, ‘ভারত কিংবা পাকিস্তান যেখানেই হোক অসহিষ্ণুতা কারও ভাল করে না। যেকোন ধরনের অসহিষ্ণুতাই সমাজের পক্ষে অমঙ্গল। ভারত কিংবা পাকিস্তান যে দেশই হোক না কেন এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। দুই দেশেরই উচিত শান্তির পরিবেশ বজায় রাখা’।  শিবসেনার হুমকির জেরে গত বছরের অক্টোবর মাসে মুম্বাইয়ের অনুষ্ঠান বাতিল হয় গুলাম আলির। এরপর গত ৮ নভেম্বর দিল্লিতে ওই অনুষ্ঠান করার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে আমন্ত্রণ পেলেও সেই অনুষ্ঠানে যেতে চাননি তিনি। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভারতের মাটিতে আর অনুষ্ঠান করতে আসবেন না বলেও জানিয়েছিলেন তিনি। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুরোধে গত ১২ জানুয়ারী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্ট করেন গুলাম আলি। পরবর্তী কেরলেও তিনি পারফর্ম করেন।  সেই প্রসঙ্গে আলি বলেন, রাজনৈতিক কারণে শিবসেনা তার বিরোধীতা করলেও এই রাজনৈতিক দলটিতেও তার অনেক অনুরাগী আছেন। তিনি বলেন, ‘আমি জানি শিব সেনার অনেক মানুষই আমার প্রশংসা করেন কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতা এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তারা আমার বিরোধীতা করেছে। এটা নয় যে তাদের শহরে গুলাম আলিকে তারা গান গাইতে দেবে না, বরং তাদের সমস্যাটা হল আমি কোন দেশ থেকে আসছি সেটা…’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে