serena williams

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ বিশ্বের এক নাম্বার টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে উদ্দেশ্য করে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের আয়োজক যে মন্তব্য করেছেন তা অপমানজনক ও অবমাননাকর বলে উল্লেখ করেছেন সেরেনা উইলিয়ামস।

আয়োজক রেমন্ড মুর বলেছেন পুরুষের খেলার কোট পড়ে ছুটে চলেছেন নারী খেলোয়াড়রা।

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে রেমন্ড মুর সাংবাদিকদের বলেছেন “রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো পুরুষ খেলোয়াড় পাবার কারণে নারীদের তাদের পায়ের কাছে পড়ে ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত”।

তার মতে এই টেনিস খেলা শুধুমাত্র পুরুষের এবং এটা জনপ্রিয়ও হয়েছে পুরুষের কারণে।

সেরেনা উইলিয়ামস বলেছেন “রেমন্ড মুরের এমন মন্তব্য অপমানজনক। তিনি নারীদের অবমাননা করে কথা বলেছেন। আমাদের কারও পায়ে মাথা নত করার কোনও প্রয়োজন নেই”।

টেনিসের অন্যান্য নারী তারকাদের শরীর নিয়ে অযাচিত মন্তব্যও করেছেন রেমন্ড মুর, যদিও এরপর তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

অন্যদিকে টেনিসের পুরুষ এককে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ বলেছেন “টেনিসে পুরুষ খেলোয়াড়দের সম্মানী মেয়েদের তুলনায় বেশি হওয়া উচিত। কারণ তারাই এই খেলাকে জনপ্রিয় করেছে”।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে