সাম্প্রতিক সংবাদ

অবশেষে ট্রাম্পের প্রচারশিবিরের স্বীকারোক্তি : ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে

ওবামা

বিডি নীয়ালা নিউজ( ১৬ই সেপ্টেম্বর, ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের প্রচারশিবির এক বিবৃতিতে স্বীকার করেছে যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছেন।
এর আগে রিপাবলিকান এই প্রার্থী বার্থার মুভমেন্টের একজন নেতা ছিলেন।
এই সংগঠনটি হাওয়াইয়ে জন্মগ্রহণকারী ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে।
কিন্তু এখন ওবামার নাগরিকত্ব নিয়ে হিলারিই প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। হিলারি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বলা হয়, ২০০৮ সালে ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিয়ে ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় তার বিরুদ্ধে হিলারি এই ‘কুৎসা’ রটনা করেছিলেন।
তবে হিলারির সঙ্গে বার্থার মুভমেন্টের কোন ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
জবাবে হিলারি টুইটারে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ওবামার উত্তরসূরী এমন একজন লোক হতে পারেন না, যিনি বর্ণবাদী বার্থার মুভমেন্টের নেতৃত্ব দেন।’
ওয়াশিংটন পোস্টকে দেয়া ট্রাম্পের একটি সাক্ষাৎকারের পর পর এই বিবৃতিতে প্রদান করা হল।
ওই সাক্ষাতকারে ট্রাম্প ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন বলে স্বীকার করতে অস্বীকার করেন।
বারাক ওবামা কেনিয়ায় জন্ম গ্রহণ করেন এবং এ কারণে তিনি প্রেসিডন্ট হওয়ার অযোগ্য বলে যে দাবি করা হয় তা একটি ষড়যন্ত্রমূলক তত্ত্ব।
ট্রাম্পের অব্যাহত আক্রমণের মুখে এক পর্যায়ে ওবামা তার জন্মসনদের মূলকপি হোয়াইট হাউসের ওয়েবসাইটে তুলে দিতে বাধ্য হন।
তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে এই বিষয়টি নিয়ে তেমন হইচই করতে দেখা যায়নি। তবে তার সন্দেহ পুরোপুরি যায়নি বলেও জানান ট্রাম্প।
এখন ট্রাম্পের প্রচারশিবির ওবামার হাওয়াইয়ের জন্ম নেয়ার বিষয়টি মেনে নিল।

 

BSS

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com